বুধবার(১৭ মার্চ) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। আইমা বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের একবাড়িয়া(রাজনগর) গ্রামের আরিফ হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টায় আইমা সুলতানাকে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে ঝুঁলতে দেখে পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে যায়। পরে তার ঝুঁলন্ত লাঁশ দেখে বরুড়া থানায় খবর দেয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি কোনভাবেই বুঝতেছি না। এত ছোট বাচ্চা কি কারনে আত্নহত্যা করবে!’ পুলিশকে খবর দিয়েছি। পুলিশ আসলে হয়তো পরে বিস্তারিত জানানো হবে”।