আজ ৫ মার্চ শুক্রবার বেলা ১১.০০ ঘটিকার সময় বরুড়া উপজেলা অডিটোরিয়ামে ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের নান্দনিক আয়োজনের মধ্যে দিয়ে অত্র সংগঠনে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে সভাপতিত্ব করেন, মো. তারেকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আনিসুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরুড়া, প্রধান আলোচক ড. মোহাম্মদ ইকবাল হোসেন সহকারী অধ্যাপক আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী, বিশেষ অতিথি মোহাম্মদ আবুল হোসেন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(অর্থনীতি) বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, মাজেদা খাতুন মিনু সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(হিসাব বিজ্ঞান), মো. মিজানুর রহমান ভূঁইয়া মাধ্যমিক শিক্ষা অফিসার চাটখিল, ডা. মাসুদ হাসান গাজী, মেডিকেল অফিসার কমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, বিকাশ চন্দ্র ঘোষ সাব-ইন্সপেক্টর বরুড়া থানা, এডভোকেট জয়নাল আবেদীন মাযহারী সভাপতি, ভাব।