আজ ২৬ ফেব্রুয়ারি চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে চট্রগ্রাম সার্কিট হাউজে বেলা ১১.০০ ঘটিকার সময় বরুড়া পৌরসভার মেয়র, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের এনডিসি বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, উপ-সচিব দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান, এনডিসি বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।
বরুড়া পৌরসভা নবনির্বাচিত মেয়র বকতার হোসেন ও নয়টি ওয়ার্ড এর সাধারণ সদস্য (কাউন্সিলর) সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মাঝে শপথ বাক্য পাঠ করানো হয়।
বরুড়া পৌরসভার নবনির্বাচিত সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড এর বিল্লাল হোসেন, ২নং ওয়ার্ডে মো. আলমগীর হোসেন আলম, ৩নং ওয়ার্ডে মো. শাহজাহান,৪নং ওয়ার্ডে মো. মাহফুজুর রহমান,৫ নং ওয়ার্ডে মো. আবুল কাশেম, ৬নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান ৭নং ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন,৮নং ওয়ার্ড মোঃ জামাল হোসেন, ৯নং ওয়ার্ডে মো. শাহিনূর আলম।
সংরক্ষিত মহিলা আসনে ১.২.৩ আসনে শাহানারা আক্তার, ৪.৫.৬নং ওয়ার্ডে মিনোয়ারা আক্তার, ৭.৮.৯নং ওয়ার্ডে বিলকিছ আক্তার। শপথ পাঠ শেষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের সকলের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন,এই দেশ ও জাতির সেবা করার লক্ষ্যে নিয়ে সৎ ও নিষ্ঠার সাথে মানুষের পাশে গিয়ে সেবা করবেন, সাধারণ ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়ে আজকে এই স্থানে এসেছেন সেই প্রতিশ্রুতি ঠিকঠাক ভাবে পালন করবেন।