নবীপুর গ্রামের এক প্রত্যক্ষদর্শী বলেন, সোহাগ হোসেন নবীপুর গ্রামের লক্ষণ সেন এর ডেকোরেটার দোকানে কাজ করতেন। কাজের তাগিদে চান্দিনা উপজেলাধীন চিলড়া গ্রামে এক অনুষ্ঠানের কাজ করতে যান। ঘটনাস্থলে মাটির নিচে দিয়ে অবৈধ্য বিদুৎ সংযোগ ছিল যা সোহাগ হোসেন এর জানা ছিলনা। ঐ অবৈধ্য বিদুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ হোসেন মারা যান।