জানা যায়, কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে ক্যান্টনমেন্ট আমতলী মসজিদের সামনে মোটর সাইকেলের ব্রেক ধরতে গিয়ে বাইকটি উল্টিয়ে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা ওছমান গণি সুমন।
দুর্ঘটনার পর স্থানীয় কয়েজন মানুষ মূল সড়ক থেকে ওছমান গণি সুমন কে ও তার ব্যবহৃত মোটর সাইকেলটিকে রাস্তার এক পাশে নিয়ে আসেন।
ওছমান গণি সুমনের জরুরী ফোন পেয়ে শাহাপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা ভূঁইয়া শিফু ও খোশবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার ঘটনাস্থলে গিয়ে সুমন কে ক্যান্টনমেন্ট জেনারেল হসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেন।
বর্তমানে সুমন সুস্থ আছেন।