কুমিল্লার চান্দিনা পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে সকাল সাড়ে ৯টায় এই সংঘর্ষ হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মো. ইলিয়াস খোশবাস বার্তা’কে জানান, ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন ও নাজমুল হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন আহত হয়েছেন।
তবে, কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিল জানান, অপর প্রার্থী নাজমুলের সমর্থকরা তাদের তিন সমর্থককে কুপিয়ে আহত করেছেন। এর মধ্যে মহসিন নামের একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
তবে, ওই ভোটকেন্দ্রের প্রাঙ্গণে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে বলে দাবি করেন ওসি সামছুদ্দিন। তিনি বলেন, ‘কেন্দ্রে সুষ্ঠভাবেই ভোটগ্রহণ চলছে।’