1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
খোশবাস বার্তা

যেভাবে খোশবাস ইউনিয়নে ডাকাত দলকে আটক করে পুলিশ!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ২২৪৪ বার পঠিত

বরুড়া উপজেলাধীন খোশবাস উত্তর ইউনিয়নের আদমপুর গ্রামের ইরানী বাজার থেকে চার সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।

সরেজমিনে জানা যায়, গতকাল ৭ জানুয়ারি বৃহস্পতিবার বরুড়া আদমপুর গ্রামের ইরানী বাজারে রাত ২.০০ ঘটিকার সময় দেশীয় কিছু অস্ত্রসহ ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করলে গোপন সূত্রে বরুড়া থানার পুলিশ কে অবহিত করেন স্থানীয়রা।

পুলিশের চৌকস অভিযানে ডাকাত দলের একটি সিএনজি সহ ৪ ডাকাত সদস্যকে আটক করে। তাদের কে তল্লাশি করে ১ টি দেশীয় চাপাতি ৩ টি সুইচ গিয়ার ১ টি কাটার তাৎক্ষণিক ভাবে উদ্ধার করা হয়।

বরুড়া থানার পুলিশ জানায়, ডাকাত দলের মধ্যে কোতয়ালী থানার মোস্তফাপুর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মেহেদী হাসান (২০), খোশবাস উত্তর ইউপির দাঁদিসার গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ মাসুদ মিয়া(২৪), লাকসাম উপজেলার গাজীমুড়া গ্রামের (পকেট গেইট বাসা নং ৬) মৃত আবুল কাসেমের ছেলে মোঃ রাসেল মিয়া (২৪) এবং সদর (দঃ) উপজেলার রাজামাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে মোঃ হৃদয় ওরফে ববি(২৬)।

আটককৃত চার ডাকাত কে ১৯ নং মামলায় ও ৩৯৯/৪০২ ধারা মোতাবেক কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রাতে বরুড়া লাইজলা থেকে ৪ ডাকাত সদস্যকে আটক করেছে বরুড়া থানা পুলিশ। বরুড়ায় ১০ দিনে ৮ ডাকাত সদস্যকে আটকের ঘটনাটি চার দিকে খবর ছড়িয়ে পড়লে জনমনে আতংক সৃষ্টি হয়। তবে সাধারণ জনগণ বরুড়া থানা পুলিশের চৌকস অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417