জানা যায়, বুধবার (০৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে ফকিরা মোকাম নামক ব্রীজের নিচে এক যুবকের মরদেহ ভেসে উঠে।
প্রাথমিকভাবে মৃত দেহটির পরিচয় নিশ্চিত করা না গেলেও তার আনুমানিক বয়স ২৫ বছর হবে বলে ধারনা করা হয়।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই আমরা ছুটে আসি, এখনো পুরু ঘটনাটি পর্যবেক্ষন করছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কাজ শেষ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে”।