আজ শুক্রবার ২৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৩.০০ টায় স্থানীয়রা খালেক মেম্বারের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘর। পরিবারের লোকজন কোন ভাবে ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে।
স্থানীয়রা আগুনের ভয়াবহতা দেখে বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই আগুন নিভাতে চেষ্টা করেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের সূত্রে জানা যায়, ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটছে।
এ ঘটনায় গৃহকর্তা খালেক মেম্বারের ঘরে থাকা স্বর্ণালংকার, মাছ বিক্রির এক লক্ষ ষোল হাজার টাকা,ঘরে থাকা ফার্নিচারসহ আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়, পাশে থাকা আরেকটি গরু ঘরও পুড়ে একাকার।
ক্ষতিগ্রস্ত খালেক মেম্বার বলেন,আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি আমার নগদ টাকা,স্বর্নালংকার, ফার্নিচারসহ দুটি ঘর পুড়ে কিচ্ছু নাই আমার এই বলে তিনি ক্রন্দন হাহাকারে শুরু করেন।
বরুড়া ফায়ার সার্ভিসের কমান্ডার আবুল কালাম জানান মোবাইল ফোনে খোশবাস বার্তাকে জানান,আগুনের বিষয়ে আমাদের ফোন করা হয়েছে। আমরা প্রস্তুতি নিয়ে রওয়ানা দিয়ে অর্ধেক রাস্তা যাওয়ার পর স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।