উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
চমৎকার উদ্বোধন পর্বটি সুন্দর শৈল্পিক ভাবে উপস্থাপনা করেন, সমাজকর্মী ও ব্যাংকার মো. শাহনূর আলম।
কর্মসূচি বিতরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্যে প্রদান করেন,৷ ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক ও সমন্বয়ক কামরুজ্জামান রিমন, ইন্টারন্যাশানাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সহকারী পরিচালক রাইসুল হক চৌধুরী, এডমিশন মো. গিয়াস উদ্দিন, বরুড়া জনকল্যাণ সমিতির কার্যকরী সদস্য বোরহান উদ্দিন মিয়াজী, ছাত্রকল্যাণ সমিতির বর্তমান সভাপতি ইদ্রিস তালুকদার, সাধারণ সম্পাদক তানভীর, আলাউদ্দিন, রাকিব, আহসান, ফারুক।
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকার ফেরদৌসুর রহমান, ওবায়দুল হক, শিক্ষা কর্মকর্তা আব্দুল ওহাব, ইয়াসিন মিয়া, এডভোকেট কামাল হোসেন, বাখরাবাদ গ্যাস কর্মকর্তা শাহপরান, ছাত্রকল্যান সমিতির সদস্যবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।
বরুড়ার ১৫টি ইউনিয়নের মধ্যে সুশৃঙ্খল ভাবে শীতবস্ত্র বিতরণ করবেন ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যান সমিতির সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবকরা। তারা নিজ নিজ গ্রামে স্বাস্থ্যবিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে এই শীতবস্ত্র পৌঁছে দিবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন, মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্ট ও ইন্টার ন্যাশানাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি যৌথ এত বড় উদ্যোগ আমাদের কে বিষ্মিত করেছে।আমরা উপজেলা প্রশাসন তাদের এই মহতি কল্যাণকর উদ্যোগ কে স্বাগত জানাই। পাশাপাশি এই বিতরণ কাজে প্রতি বছরের ন্যায় এইবারও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সঠিক ভাবে বিচার বিশ্লেষণ করে সুবিধাবঞ্চিতদের হাতে এই শীতবস্ত্র পৌঁছে দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।