আজ (৩১জুলাই) বাদ জুমা, এই ঈদ সামগ্রী প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে ইলাশপুর সমাজ কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আরিফুল ইসলাম ফরহাদ বলেন, ‘আপনারা জেনে আনন্দিত হবেন যে, দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় ও দরিদ্র মানুষের কথা চিন্তা করে, পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ইলাশপুর পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংঘ এর পক্ষ্য থেকে গ্রামের প্রায় চুয়াল্লিশ (৪৪) টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী উপহার ও নগদ ১০০০/- টাকা বিতরণ করা হয় এবং একজন অসহায় ও দরিদ্র মেধাবী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্রকে পড়াশোনা জন্য একটি পাঞ্জাবি উপহার দেয়া হয়।’
সংগঠনের সাধারণ সম্পাদক জানব সাঈদ আহমদ রাফি এর সঞ্চালনায় উক্ত অনুষঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও ব্যবসায়ী মনিরুজ্জামান, সমাজ সেবক নজরুল ইসলাম দুলু মিয়া, ফারুক, শাহজান এবং মাওলানা জসিম উদ্দিনসহ সাবেক মেম্বার ও ব্যবসায়ী তাজুল ইসলাম।
উক্ত কার্যক্রমে বক্তব্য রাখা কালে জনাব কামরুজ্জামান বলেন ‘সমাজের সকলকে একই সূত্রে গাঁথতে হলে সংগঠনের সুষম কাজের বিকল্প নেই। এবং সংগঠনের অনেক গুলো লক্ষ্য ও উদ্দেশের মধ্যে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠার লক্ষ্য ছিল ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহা পর মাদ্রাসা ও এতিমখানার কাজ শুরু করার আশ্বাস দেন।’
উল্লেখ্য ইলাশপুর সমাজ কল্যাণ সংঘ গত ১৫ মে ২০২০ থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সমাজে উঁচুনিচু এই ধারা কে পরিবর্তনের লক্ষে কাজ করা শুরু করে।