1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

বরুড়ায় রাতের আঁধারে প্রায় অর্ধশতাধিক ফলজ গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ১৬৬৩ বার পঠিত
বরুড়ায়

বুধবার (৮ জুলাই)  রাতে বরুড়ার আগানগর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফয়সাল রহমান ভুঁইয়া (২৬) নামের এক ব্যক্তির লেবু, মালটা ও পেপে বাগানের প্রায় অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলা কৃষি অফিসের মাধ্যমে লেবু জাতীয় ফসল সম্প্রসারণের লক্ষ্যে গত ১৩ই জুন একটি প্রদর্শনী পান ফয়সাল। এরপর ২০ শতাংস যায়গা জুড়ে চাষাবাদ শুরু করেন। তবে দূবৃত্তরা রাতের আধারে প্রায় ৫০টি গাছের মধ্যে ৪০টি গাছই কেটে ফেলে রেখে যায়।
ফয়সাল জানান, এর আগেও প্রায় ২০টি ফলজ গাছ নষ্ট করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সামাজিক ভাবে এলাকার মোড়লদের জানিয়ে নতুন করে গাছ কিনে এনে রোপণ করেন তিনি।
এ বিষয়ে তিনি আরো জানান, আমি প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের দৃষ্টি কামনা করছি। এর সুষ্ঠ বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘কাজটা খুবই খারাপ হয়েছে। আমি এ ব্যাপারে অফিসিয়ালি যা-যা করা দরকার তাই করবো।
উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। আমি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আদেশ দিয়েছি। সরেজমিনে গেলে বিস্তারিত বলা যাবে।
খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417