সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন , উপাধ্যক্ষ ড. মোসাঃ আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার চৌধুরী।
এছাড়াও সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন হিসেবে এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ ভূমিকা রাখবে, বললেন সভাপতি আল নাহিয়ান খান জয়।
এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। সবাই তাদের বক্তব্যে বৃক্ষরোপণ এর গুরুত্ব তুলে ধরেন।