কুমিল্লা জেলার,বরুড়া পৌরসভার (দেওড়া উত্তরপাড়া সরদার বাড়ি নিবাসী) ভয়াবহ হামলায় এক বৃদ্ধ ও এক বৃদ্ধা সহ একই পরিবারের তিন সদস্য মারাত্মক আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। তাদের কুমিল্লা সিএমএইচ এ আই সি ইউ তে এক জন, বাকি দুইজন কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাতটায় বৃদ্ধ আবুল হাসেমের প্রতিবেশী একাধিক মামলার আসামি আবদুল্লাহ ও তার ছোট ভাই আহমেদ উল্ল্যাহ সহ অজ্ঞাত আরো কয়েক জন হঠাৎ আক্রমণ করে আবুল হাসেম ও তার স্ত্রী জাহেদা বেগমের উপর হামলা করে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
এ সময় সাদ্দাম হোসেন নামে এক ব্যাক্তি বাধা দিলে তাকেও মারাত্মক ভাবে আহত করা হয়। এ সময় তাদের চিৎকারে এলাকার অন্যান্য লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, অবস্থার অবনতি দেখে তাদের কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে ।
সেখানেও অবস্থা খারাপ দেখে কুমিল্লা সি এম এইচ’য়ে ভর্তি করে আইসিইউতে চিকিৎসাধীন আছেন আবুল হাসেম।
স্থানীয় জনগন এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করছে।