1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

বিনম্র শ্রদ্ধায় ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী

ইউনুছ খান
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ১৯৫৮ বার পঠিত

বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের আলোকিত শিক্ষক খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সদ্য প্রয়াত আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর শেষ জানাযা নামাজ আজ দুপুর ২.৩০ মিনিটে খোশবাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জানাযা নামাজে করোনাকে উপেক্ষা করে নজরুল ইসলাম চৌধুরীকে শেষ ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছেন হাজারো ধর্মপ্রাণ মুসুল্লিরা।

স্যারের অগণিত ছাত্রছাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেই ক্রান্ত হোননি হয়েছেন অনেকেই অশ্রুসিক্ত।

প্রয়াত আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী তাঁর কর্মময় জীবনে ঝলম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রধান শিক্ষক সহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।পরে হরিপুর উচ্চ বিদ্যালয়েও তিনি বেশ কিছুদিন প্রধান শিক্ষক হিসেবে ন্যায়নিষ্ঠতা নিয়ে কাজ করেছেন।

তিনি যেই স্কুলে যখন অবস্থান করেছেন সেই স্কুলেই আলোর মশাল জ্বেলে দিয়েছিলেন ছাত্রছাত্রীদের মনে।তাঁর অসংখ্য ছাত্রছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাষ্টের বড় বড় পদে কর্মরত আছেন। তিনি খুব সাদামাটা জীবন যাপন করতেন।ছাত্রছাত্রীদের কে নীজের সন্তানের মত শাষন ভালোবাসায় আবদ্ধ রাখতেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর জানাযা শেষে তাকে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ এর পরিচালনা পর্ষদ ও খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন ছাত্রছাত্রী সংসদ।

উল্লেখ্য যে, গত ৩০শে জুন রাত ৯.২০ মিনিটে তিনি বার্ধক্যজনিত রোগে ঢাকা বারঢেম হসপিটালে নেওয়ার কালিন সময়ে পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417