বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারন করা নোটিশ ২০২০ অনুযায়ী, সকল প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতির শিক্ষাগত যোগ্যতা নূন্যতম স্নাতক হওয়ায় ইংরেজী শিক্ষক মোঃ আবদুল কাদের কে সভাপতি হিসেবে নির্বাচিত করেন অবিভাবক ও শিক্ষকমন্ডলীরা।
মোঃ আব্দুল কাদের একই এলাকার রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক। দির্ঘদিন ধরে তিনি সততার সাথে উক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করে যাচ্ছেন।
তার সততা দেখে অবিভাবক ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীরা তাকেই সভাপতি হিসেবে পাওয়ার সিদ্ধান্ত নেন। এছাড়া তার এই সভাপতি হওয়ায় স্থানীয় জনগণ ও অনেকটা স্বস্থি প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবিভাবক জানান, “আমরা খুবই আনন্দিত শিক্ষাগত ও নে্তৃত্বদানের যোগ্যতার ভিত্তিতে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায়। আশাকরি, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার উন্নয়নে মোঃ আবদুল কাদের সাহেব সমস্ত সহযোগিতা করে যাবেন।”
শিক্ষক আবদুল কাদের স্কুলের উন্নয়নে সথেষ্ট কাজ ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিস্রুতি ব্যাক্ত করেন।