বরুড়ায়, বিজরা থেকে রহিমনগর রাস্তায় গালিমপুর এলাকা অবরোধ করে রেখেছেন এলাকার একশ্রেণির মানুষ। উক্ত রাস্তাটি দক্ষিণ বারুড়ার অন্যতম প্রধান সড়ক।
জানা যায়, এ রাস্তা দিয়ে প্রতিদিন সরকারি, বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের বহু চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ন কাজে লোকজন প্রতিদিন যাতায়াত করে থাকে। তবে রাস্তা অবরোধ করার কারনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ বারুড়ার বহু মানুষ।
এ সম্পর্কে গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান খোশবাস বার্তাকে বলেন, এই রোডে সিএনজি চলাচল বেশি করে। এই এলাকাকে করোনা থেকে সুরক্ষা রাখার জন্য এবং ইউএনও স্যারের নির্দেশক্রমে রাস্তাটি বন্ধ করা হয়েছে।
তবে স্থানীয় লোকজন তার বিপরীত প্রতিক্রিয়া করে বলেন, এই রোড বন্ধ হওয়ায় আমাদের বিভিন্ন সমস্যার মুখমুখি হতে হচ্ছে। অচিরেই এর বিকল্প পরিকল্পনা গ্রহণের আহ্ববান জানান এলাকাবাসী।