আজ দুপুর ২.০০ ঘটিকায় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাদের কে দাফন করা হয়।
প্রায় একই সময়ে পিতা পুত্রের মৃত্যুতে এলাকার লোকজন আতংকগ্রস্থ হয়ে পরে। সকাল থেকে তাদের বাড়িতে কেউ এগিয়ে না আসলেও দুপুরে স্থানীয় মসজিদের ইমাম ও মসজিদের মুসল্লিদের সহযোগিতা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
তবে তাদের শরীরে করোনার উপসর্গ ছিলো কি না সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
স্বজনরা জানায়, অসুস্থতা নিয়ে গতকাল হাসপাতালে গিয়ে কোন ডাক্তার না পেয়ে বাড়িতে ফিরে আসেন তারা। তারপর
আজ রবিবার ভোর আনুমানিক ৪টায় পিতা বারেক ব্যাপারী হৃদক্রিয়া বন্ধ হয়ে এবং সকাল ৬টায় পুত্র শাহআলম ডায়াবেটিস, জ্বর ও পাতলাপায়খানা জনিত রোগে মৃত্যু বরণ করেন বলে জানায় পরিবারের লোকজন। একই পরিবারে একসাথে পিতা পুত্রের মৃত্যুর পর স্থানীয়দের মাঝে করোনা নিয়ে নতুন করে আতঙ্ক ও ভীতি দেখা দিয়েছে।