1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

বরুড়ার চিতড্ডা‌তে নাস্তিক বিরুদ্ধী সমাবেশ!

ইকবাল হোসাইন
  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুন, ২০২০
  • ২২৪৭ বার পঠিত
নাস্তিক

কু‌মিল্লা বরুড়া‌ উপ‌জেলার চিতড্ডা ইউনিয়‌নের ওড্ডা-নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জুন, ২০২০ (শ‌নিবার) নাস্তিক্যবাদের বিরুদ্ধে এক জরুরী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডাঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতড্ডা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক চেয়ারম্যান মনিরুজজামান জামাল, মুক্তিযোদ্ধা আব্দুল গনি, অলি প্রধান সহ প্রায় ৩ শতাধীক মানুষ। তাছাড়া, এলাকার আলেম সমাজ, ইমাম, মোয়াজ্জেম সহ ছাত্র ভাইদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
দুলাল প্রধান, গাজী সোহাগ, ও রুবেল সর্দারের আহবানে এবং গোলাম সারোয়ার মাস্টারের পরিচালনা না‌স্তিক গাজী শরীফুজ্জামান আখন্দ এর বিরু‌দ্ধে উক্ত গনসমা‌বেশ আ‌য়োজন করা হয়। এ সময় গোলাম সারোয়ার স্বাগত বক্তব্যে এলাকার নাস্তিক্যবাদী কার্যক্রমের প্রমান সহ ফিরিস্তি তুলে ধরেন। এসময় গাজি ইউনুস, ফজলু মুহুরি সহ আরো অনেকে তাদের কার্যক্রম বর্ণনা করেন।
খোশবাস বার্তা
মাওলানা দেলোয়ার হোসেন আলক্বাদেরী ও মাওলানা তাজুল ইসলাম তাদের কার্যক্রমে শরিয়তের নির্দেশনা জোড়ালো ভাবে তুলে ধরে কঠোর কর্মসূচি গ্রহনের আহবান জানান। আগামী সোমবার স্থানীয় বিপদগামীদের তওবা পড়ানোর ঘোষণা দেন।
বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক সাহেব তাদের কাজ বন্ধ করার প্রশাসনিক সহযোগীতা করার ঘোষণা দেন এবং নোয়াদ্দা গ্রামের আনোয়ার ভান্ডারির দায়িত্বে এ এলাকা ছাড়ার নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে ডাঃ আব্দুল হাকিম নাস্তিকদের হুশিয়ার করে বক্তব্য প্রদান করেন, এবং এ ব্যাপা‌রে ভবিষ্যতে কোন ধরণের কাজ হলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, না‌স্তিক গাজী শরীফুজ্জামান আখন্দ পিতা খলিলুল্লাহ আখন্দ চান্দিনা থানার জোয়াগ ইউনিয়নের কান্দি নোয়াগাও গ্রাম থে‌কে এসে ওড্ডা গ্রামের সুন্দর আলী ভান্ডারীর বাড়িতে আশ্রয় নেয়। গত ৪-৫ বছর যাবৎ অত্যন্ত সু-কৌশলে সে এলাকার যুবকদের নিয়ে ধর্ম বিরোধী কার্যক্রম চালিয়ে আসছিলো। এলাকার কিছু লোক প্রতিবাদ করলে সে ভিবিন্ন কৌশলে কাজ চালিয়ে যাচ্ছিলো।
খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417