জানা যায়, পিলগিরী বাজারের ব্যবসায়ী আবু তাহের পাটোয়ারীর ভাই আবু সায়েম পাটোয়ারী গতকাল (৬জুন) করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলাজ হাসপাতালে মারা যান। তার জানাযা ও দাফন আজ রবিবার সকাল ৯টায় সম্পন্ন হয়েছে।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং আড্ডা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্যাহ চৌধুরীর উপস্থিতিতে বরুড়া স্বেচ্ছাসেবী টিমের সহযোগিতায় জানাজা ও দাফন কাজ সম্পন্ন হয়েছে।
এছাড়াও সেচ্ছাসেবী টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ ছাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, হাফেজ মুহাম্মদ নাছির হোসেন, মুহাম্মদ শহিদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মোক্তার হোসেন, গাজী মুহাম্মদ ইমরান প্রমুখ।
জানা যায়, বরুড়া স্বেচ্ছাসেবী টিমের করোনা পরিস্থিতিতে এটি ছিল অষ্টম জানাযা ও দাফন। মৃত আবু সায়েম পাটোয়ারিকে তার গ্রামের বাড়ি পিলগিরীতে আজ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ঢাকার লালবাগয়ে থাকতেন বলে জানা গেছে।