গত মঙ্গলবার (২জুন) খোশবাস উঃ ইউনিয়নের প্রায় ৮১ টি মসজিদের ঈমাম ও মোয়াজ্জেনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সরূপ সরকারী প্রণোদনা বিতরণ করা হয়। দিন পেরুতে না পেরুতেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুরু হয়েছে সমালোচনা।
কেউ কেউ বলছে এই ইউনিয়নে ৮১টি মসজিদ নেই তাহলে সরকারের প্রদানকৃত টাকা কাদের দেয়া হয়েছে? অপরদিকে ঈমাম ও মোয়াজ্জেনগণের মাঝে সুষ্ঠভাবে এই প্রণোদনা বিতরণ নিয়েও রয়েছে সমালোচনা। তাছাড়া তালিকায় একই মসজিদের একাধিক নাম উল্লেখ করা হয়েছে বলেও মন্তব্য করেন অনেকেই।
তবে এই নিয়ে খোশবাস উঃ ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার খোশবাস বার্তা’কে বলেন, “ইউপি সচিব এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে আমরা সুষ্ঠভাবে সরকারের এই টাকা ঈমাম ও মোয়াজ্জেনগণের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের কাছে এ নিয়ে যথেষ্ট প্রমাণাদিও বিদ্যমান। প্রণোদনা প্রাপ্ত প্রতিটি ঈমাম ও মোয়াজ্জেনের দস্তখত রেখে আমরা এই টাকা বিতরণ করেছি। কোন প্রকার ধুম্রজাল সৃষ্টি হওয়ার সুযোগ নেই”
তিনি আরো বলেন, “বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই তালিকা প্রদান করা হয়েছে। এতে কয়েটি মসজিদের একাধিক নাম এসেছে যা আমরা সংশোধন করে ঐ স্থানে বাদ পড়ে যাওয়া ৩টি মসজিদের নাম যুক্ত করা হয়েছে। মসজিদগুলো হল, নারায়নপুর, শাহাপুর ও আদমপুর গ্রামের। আমাদের ইউনিয়নে সর্বমোট ৯৯ টি মসজিদ রয়েছে প্রথম ধাপে আমরা ৮১ টি মসজিদের মাঝে এই প্রণোদনা বিতরণ করতে সক্ষম হয়েছি তবে আরো ১৯ টি মসজিদের নাম ইতিমধ্যে উপজেলায় প্রেরণ করা হয়েছে। আশা করছি অচিরেই আমরা বাকি মসজিদের ঈমাম ও মোয়াজ্জেনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিব।”
এ নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যারাই সমালোচনা করছেন আমার তাদের প্রতি দুঃখ নেই। তারা হয়ত না জেনেই সমালোচনা করছেন। তবে কিছু কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে সমালোচনা করছেন। তাদের উদ্দেশ্যে, কোন বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে কোন প্রকার অযৌক্তিক সমালোচনা থেকে বিরত থাকতে আহবান জানাচ্ছি। এতে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রণোদনা প্রাপ্ত ঈমাম ও মোয়াজ্জেনদের সাথে কথা বলে জানা যায়, “আমরা প্রত্যেকেই নির্দিষ্ট তালিকায় সাক্ষর করে প্রণোদনা গ্রহন করেছি। প্রায় ১০০ এর উপরে ঈমাম ও মোয়াজ্জেন উপস্থিত ছিলেন সকলেই সুষ্ঠভাবে প্রণোদনা গ্রহন করেছি। অপ্রীতিকর কিছু চোখে পড়েনি।”
উল্লেখ্য, গত ১৪ মে করোনা ভাইরাস এর ক্ষতি মোকাবেলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রতিটা মসজিদের ইমাম -মোয়াজ্জেনদের মাঝে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে দেয়ার ঘোষনা দিয়েছেন।