বরুড়া উপজেলাধীন খোশবাস (উঃ) ইউনিয়নের অলিতলা গ্রামের মোহাম্মদ মহিউদ্দীন গত রবিবার (৩১মে) করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।
মহিউদ্দিন অলিতলা গ্রামের মৃত সোনা মিয়া সাহেবের পুত্র। স্থানীয় সূত্র জানান, তিনি মেডিকেল টেকনোলজিস্ট ( ইপিআই) হিসেবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ছিলেন। তিনি প্রথম থেকে করোনা ভাইরাসের বিভিন্ন কার্যক্রম ও নমুনা সংগ্রহে মোট ৫১৩ জনের নমুনা সংগ্রহ করেন।
গত ২৭মে মহিউদ্দিনের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকা প্রেরন করা হয়। ৩১শে মে বেলা ২ টায় ঢাকা থেকে রিপোর্ট আসে তিনি করোনা পজেটিভ।
তিনি বর্তমানে ১৪ দিনের জন্য আইসোলেশনে আছেন লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
খোশবাস ইউনিয়নবাসীর কাছে মোহাম্মদ মহিউদ্দিন দোয়া চেয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে মানবতার কাজে পুনরায় ফিরতে পারেন।