৩নং উত্তর খোশবাস ইউনিয়নে ১৩’শ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছেন মস্কিপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসি মনিরুজ্জামান মানিক
বরুড়া উপজেলার খোশবাস উঃ ইউনিয়নের মস্কিপুর গ্রামের প্রবাসী মনিরুজ্জামান মানিক বুধবার (২০ মে) তার নিজ গ্রামসহ খোশবাস ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের অসহায় মানুষের জন্য নিজ উদ্যোগে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের মাধ্যমে এই উপহার তিনি পৌঁছে দিচ্ছেন। এই পর্যন্ত ১, ২, ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ড ও আরিফপুর উত্তরপাড়াসহ ৬২২ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে বলে ইউনিয়ন মেম্বাররা জানিয়েছেন।
এ বিষয়ে প্রবাসী মনিরুজ্জামান মানিক পুর্বের ন্যায় এই ইউনিয়নের একজন প্রকৃত সেবক হয়ে নিজের সাধ্য মত মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে খোশবাস বার্তাকে জানান।