করোনা ভাইরাসের প্রভাবে সারাবিশ্বে কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে গৃহবন্দী হয়েছে। রুজিরোজগারের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের হৃদয়ে উঠেছে হাহাকার। দেশে সরকারি বেসরকারী অনুদানের পাশাপাশি বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা এই মানবিক কাজে এগিয়ে এসেছেন।
তারি ধারাবাহিকতায় বরুড়া উপজেলাধীন খোশবাস উত্তর ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের মোঃ মাসুদ ভূঁইয়ার উদ্যোগে তাদের যৌথ ব্যবসা ইয়াসরিনা কন্ট্রাক্টিং এর সৌজন্যে অত্র ইউনিয়নের ৭০০ পরিবারের মধ্যে ৯ লক্ষ টাকার ঈদ উপহার বিতরণ করেন ২১ শে মে বৃহস্পতিবার। ইয়াসরিনা কন্ট্রাক্টিং এর পার্টনার মোঃ মাসুদ ভূঁইয়া,সাইফুল ভুঁইয়া,বরকত হোসেন, সাইফুল তালুকদার খোশবাস ইউনিয়নের নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পাশে দাঁঁড়িয়ে মানবতার যে হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যি প্রশংসার দাবিদার।
প্রতিটি পরিবার কে ১০ কেজি চাল, ৫কেজি আলু, ২কেজি তৈল, ২কেজি পেয়াজ, দুই প্যাকেট সেমাই সহ এক কেজি মুরগি বিতরণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকজন খোশবাস বার্তাকে বলেন, আমাদের কে লজ্জা না দিয়ে ছবি না তুলে যেইভাবে চুপিচুপি আমাদের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন।আমাদের ইজ্জত তারা দিয়েছেন তাদের ইজ্জত আল্লায় দিব