লকডাউনে যখন সারা বিশ্ব থমকে আছে ঠিক তখনই বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে কিছু অসাধু যুবক।
বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৫ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে বিভিন্ন মেয়াদে। লকডাউনের এই সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস, প্রাইভেট বন্ধ হয়ে যাওয়া স্কুলের দোরগোড়ায় কোন ছাত্রছাত্রী পা না দেওয়ায় পর্যাপ্ত ঘাসে মাঠ ভরে গেছে, সবুজের হাতছানিতে মধুময় হয়ে উঠেছে প্রিয় প্রাঙ্গণ।
কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার অন্তর্গত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠেও ভরে উঠেছে অপরূপ সৌন্দর্যে, কিন্তু প্রতিদিন কিছু বহিরাগত যুবকদল মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে মেতে থাকে জুয়ার আসরে। অর্থলগ্নি করে জুয়া খেলে বেড়ায় স্কুলের আঙ্গিনায়। স্থানীয় কয়েকজন যুবক তাদের কে নিষেধ করলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবক খোশবাস বার্তাকে বলেন, আমরা বেশ কয়েকদিন তাদের কে নিষেধ করেছি বিদ্যালয় মাঠে যেন এই ধরনের টাস জুয়া না খেলে। তারা আমাদের কে চোখ রাঙিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে উপরে পাঠিয়ে দেব! এমনকি এলাকার কিছু পাতি নেতারাও নাকি জুয়ার আসর থেকে চাঁদা নেয় এমন অভিযোগ শোনা যাচ্ছে।
স্থানীয় শিক্ষিত তরুণ সমাজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।