সুন্দর আগামীর জন্য “মানবব্রত সেবাই আমাদের অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার (১৫ই মে) কুমিল্লা জেলার, বরুড়া থানার, খোশবাস ইউনিয়ন এর অন্তর্গত ইলাশপুর গ্রামের একদল স্বপ্ন বাজ তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ইলাশপুর পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংঘ। এ সংগঠনটি সম্পূর্ন অরাজনৈতিক, মানবতাবাদী ও সমাজ উন্নয়নমূলক সংগঠন।
সংঘঠনটির শুরু ইতিহাস জানতে চাইলে বলেন, যখন সমাজের কিছু মানুষ অনাহারে, অর্ধহারে ধুকে ধুকে মরছে ঠিক তখনই সমাজে বিত্তশালী মানুষেরা তাদের দিকে সহযোগিতার হাত না বাড়িয়ে গড়ে তুলছে সম্পদের পাহাড়। কিন্তু যদি এই বিত্তবানরা তাদের সম্পদের কিছু অংশ এই অনাহারে অর্ধহারে থাকা মানুষের কল্যাণে ব্যায় করত তাহলেই হয়ত সমাজের চিত্র হত ভিন্ন। যেখানে কেউই হয়তো আর অনাহারে থাকতনা। তাই এই সংঘের উদ্দেশ্য সমাজে যারা ভালো অবস্থানে আছেন তাদের থেকে আর্থিক কিংবা মানুষিক সহায়তা নিয়ে গরিব দুঃখী মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভারসাম্য গড়ে তোলা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ফরহাদ বলেন, আমরা ঘুমিয়ে থেকে মিথ্যা স্বপ্ন দেখাতে চাই নাহ। আমরা জেগে থেকে বাস্তবসম্মত স্বপ্ন দেখাতে চাই। আমরা স্বপ্ন দেখি ক্ষুধা ; দারিদ্রতা ; নিরক্ষরতা মুক্ত সুন্দর সমাজ ও রাষ্ট্রের। যেখানে থাকবে না কোন বৈষম্য ও কষ্ট। এছাড়া আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো হলঃ