1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
খোশবাস বার্তা

মানবতার সংগঠন – ইলাশপুর পূর্বপাড়া সমাজ কল্যাণ সংঘ

আসিফ ইকবাল
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৩৮৮ বার পঠিত
ইলাশপুর পূর্বপাড়া সমাজ কল্যাণ সংঘ

সুন্দর আগামীর জন্য “মানবব্রত সেবাই আমাদের অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার (১৫ই মে) কুমিল্লা জেলার, বরুড়া থানার, খোশবাস ইউনিয়ন এর অন্তর্গত ইলাশপুর গ্রামের একদল স্বপ্ন বাজ তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ইলাশপুর পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংঘ। এ সংগঠনটি সম্পূর্ন অরাজনৈতিক, মানবতাবাদী ও সমাজ উন্নয়নমূলক সংগঠন।

সংঘঠনটির শুরু ইতিহাস জানতে চাইলে বলেন, যখন সমাজের কিছু মানুষ অনাহারে, অর্ধহারে ধুকে ধুকে মরছে ঠিক তখনই সমাজে বিত্তশালী মানুষেরা তাদের দিকে সহযোগিতার হাত না বাড়িয়ে গড়ে তুলছে সম্পদের পাহাড়। কিন্তু যদি এই বিত্তবানরা তাদের সম্পদের কিছু অংশ এই অনাহারে অর্ধহারে থাকা মানুষের কল্যাণে ব্যায় করত তাহলেই হয়ত সমাজের চিত্র হত ভিন্ন। যেখানে কেউই হয়তো আর অনাহারে থাকতনা। তাই এই সংঘের উদ্দেশ্য সমাজে যারা ভালো অবস্থানে আছেন তাদের থেকে আর্থিক কিংবা মানুষিক সহায়তা নিয়ে গরিব দুঃখী মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভারসাম্য গড়ে তোলা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ফরহাদ বলেন, আমরা ঘুমিয়ে থেকে মিথ্যা স্বপ্ন দেখাতে চাই নাহ। আমরা জেগে থেকে বাস্তবসম্মত স্বপ্ন দেখাতে চাই। আমরা স্বপ্ন দেখি ক্ষুধা ; দারিদ্রতা ; নিরক্ষরতা মুক্ত সুন্দর সমাজ ও রাষ্ট্রের। যেখানে থাকবে না কোন বৈষম্য ও কষ্ট। এছাড়া আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো হলঃ

★ গরিব ; অসহায়; নিপিড়ীতদের সেবার মাধ্যমে মানব কল্যাণ সাধন।
★ সমাজে; অনিয়ম ; অসংগতি ;বিবেকবর্জিত; অমানবিক ;কুসংস্কার ; ধর্মান্ধতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
★ সদস্যদের মধ্যে পারস্পারিক সম্পর্ক এবং নেতৃত্বের গুনাবলী সৃষ্টি করা।
★ শিক্ষা; সংস্কৃতি ; প্রযুক্তির উৎকর্ষ সাধন করা।
★ প্রতিবন্ধী ; পথশিশু ; এতিম সহ সমাজের পিছিয়ে পরা জনগোষঠিকে সম্পদে পরিনত করা।
★ অবহেলিত ও নিম্নআয়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
★ ক্রিড়া ও সুস্থ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা।
★ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরিক্ষার আয়োজন করা এবং সার্টিফিকেট বিতরণ করা।
★ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়া।
★ সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে সুসম্পর্ক তৈরি করা।
সংগঠনটি পরিচালনার লক্ষ্যে, প্রধান সমন্বয়ক হিসেবে ইলাশপুর গ্রামের সন্তান, আযহারুল ইসলাম সুমন ও সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল, প্রভাষক, চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজ, এর নেতৃত্বে ১২ সদস্যের একটি আহবায়ক এবং ৩৪ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া ভবিষ্যতে এই সংগঠনকে ইলাশপুরসহ অন্যান্য গ্রামেও প্রসারিত করা হবে।
ইতিমধ্যে সংগঠনটি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদখুশি ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী বিতরণের পদক্ষেপ গ্রহন করেছে বলে জানিয়েছেন।
খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417