মহামারী করোনা ভাইরাসের প্রভাবে গ্রামীন জীবনযাত্রা থমকে গেছে। আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় নিম্নবিত্ত মানুষেরা পড়েছে বেকায়দায়। বরুড়া উপজেলাধীন খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের প্রয়াত আইয়ুব আলী মাস্টার স্মরণে খোশবাস ইউপির অন্তর্গত পয়ালগচ্ছ,নোয়াপাড়া,দেড়ারপাড় তিনটি গ্রামের ৪৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিজন চাউল ৭ কেজি,ডাল ১ কেজি,লবন ১কেজি,পেঁয়াজ ১কেজি করে উপকরণ পায়।
সার্বিক সহযোগিতা করেন ইতালী প্রবাসী মোঃ রবিউল ইসলাম।