শনিবার (২২ জুলাই) বরুড়ার উত্তর খোশবাস ইউনিয়নের খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক নৌ প্রধান রিয়াল এডমিরাল আবু তাহের, বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুজ্জামান বাহাদুর,বরুড়া উপজেলার ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উত্তর খোশবাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম পাটোয়ারী, বরুড়া উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিউদ্দিন শামীম বলেন, মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। ফলে আল্লাহর নির্দেশ ও মানবিক দায়িত্ববোধ থেকেই সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ তুলে ধরে তিনি বলেন, আওয়ামীলীগ কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়। স্বাধীনতাকামী আদর্শবাদী গণমুখী রাজনৈতিক সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কে স্বাধীনতা উপহার দিয়েছেন আমরা স্বাধীন দেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কল্যাণকামিতার মানসিকতা থেকেই বেকারত্ব দূরীকরণে আমরা এস কিউ ফাউন্ডেশন উদ্যোগে কর্মহীন লোকদের দুর্দশা লাঘবে পাশে দাঁড়িয়েছি। আশা করি, এ ক্ষুদ্র প্রয়াস বেকারত্ব দূরীকরণে ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কিছুটা হলেও সহায়ক হবে।
এ সময় তিনি দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানান।
তিনি সকলকে বরুড়ার জনগণের অধিকার প্রতিষ্ঠার কল্যাণকর চেষ্টায় তাঁর পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।