আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আদালতের ওই নির্দেশ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাঈদ খোকন বলেন, ‘দুদক আমার পরিবারের কোনো সদস্যকে অবহিত না করে; আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি আদালতের মাধ্যমে ব্যাংক হিসাব স্থগিত করেছে। আমি মনে করি, এ ধরনের কর্মকাণ্ডে আমার ও আমার পরিবারের মৌলিক এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।’
বর্তমান মেয়রকে ব্যর্থ বলে সাঈদ খোকন বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র তাপস তাঁর নগর পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায়ই আমার প্রতি বিভিন্ন হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছেন। আমি বিশ্বাস করি, দুর্নীতি দমন কমিশনের এমন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংঘটিত হয়েছে।’