বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন করোনাভাইরাসের কারণে রোজার মাসে অসহায়দের পাশে দাঁড়াতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ইশরাক হোসেন তাঁর ফেসবুক পেইজে এসে প্রজেক্ট এইড নামে এই কর্মসূচির ঘোষণা দেন।
গত ঢাকা সিটির নির্বাচনে দক্ষিণ সিটি থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তিনি ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার পরিবারের হাতে প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দেওয়া হয়েছে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে। এর মধ্যে সম্পূর্ণ পারিবারিকভাবে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এক হাজার, অন্যদের আংশিক সহযোগিতায় ১ হাজার এবং বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাধ্যমে আরও প্রায় সাড়ে তিন হাজার অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সমাগ্রী।
সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, নিজস্ব অর্থায়নে আড়াই হাজার পরিবারের হাতে তুলে দেওয়ার মতো খাবার সামগ্রী রোজার মাসে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়ছে। এ জন্য তিনি অন্যদেরও এগিয়ে আসার জন্য আহবান জানান।
তিনি বলেন, আমাদের এমন অনেকেই আছেন যাদের কাছে ৫০০ টাকা এই অসহায় মানুষদের জন্য উৎসর্গ করা তেমন কোন বিষয়ই নয়। সুতরাং আমরা চাইলে রাজধানী ঢাকা থেকে যদি ১০ হাজার মানুষ এক হয়ে অন্তত ৫০০ টাকা করে ডোনেট করি, আমরা তা দিয়ে ১০ হাজার দুস্থ মানুষের পাশেই দাঁড়াতে পারবো ইনশাল্লাহ।’
১০ হাজার মানুষ মিলে একটা ফান্ড গঠনের বিষয় উল্লেখ করে ইশরাক বলেন, আগামী ১০ রোজার মধ্যেই ১০ হাজার মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। তিনি বলেন, এ জন্য আমরা “প্রজেক্ট ঢাকা এইড” নামে আগামী ১০ দিনের একটি মিশন ঘোষণা করছি। এ মিশন হবে ঢাকার ১০ হাজার বিত্তবান মানুষ দাঁড়াবে ঢাকার অসহায় ১০ হাজার দুস্থ মানুষের পাশে।’
সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের এই www.shkfoundation.org ঠিকানায় গিয়ে অর্থ সাহায্য করা যাবে বলে জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক। আর প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সারা দেশে লকডাউন চলছে। কর্মহীন হয়ে পড়েছে দেশের জনগণের বড় একটি অংশ। মানুষের আর্তনাদ-আহাজারী বাড়েছেই।
ত্রাণ চুরির প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ত্রাণের ব্যবস্থা করা হলেও সেগুলো যতটা না অসহায় মানুষের কাছে যাচ্ছে তার থেকেও বেশি চুরি হয়ে যাচ্ছে সরকারদলীয় নেতাদের পকেটে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে করোনা শনাক্তের কেবল এক মাস অতিবাহিত হতে চললো তাতেই এই অবস্থা, তাহলে জানিনা আমাদের সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে!’
ভেদাভেদ ভুলে সবাইকেই এগিয়ে আসার আহ্বান জানান সাদকে হোসেন খোকার ছেলে।