পৃথিবীর বহু দেশেই করোনা আক্রমণ করেছে। প্রত্যেকটি দেশ নিজ নিজ উদ্যোগে করোনার মোকাবেলা করে যাচ্ছে। কোন কোন দেশ ইতোমধ্যেই করোনাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছে আবার কিছু দেশে করোনার প্রভাব বৃদ্ধি পেয়েই যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা প্রতিনিয়ত বলছে এই করোনা পৃথিবী থেকে এতো সহজেই নির্মূল হয়ে যাবে না। হয়তো বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে এ করোনাকে নির্মূল করবার জন্য।
বাংলাদেশও করোনার প্রভাব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই সব দেশের উপর নির্ভরশীল। মানে প্রত্যেক দেশকেই বৈদেশিক সম্পর্ক রক্ষা করতে হয়।
আমাদের দেশে যদি করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়। এবং ওই সময় যদি অন্য দেশগুলো করোনা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারে। তাহলে কি আমাদের দেশের সঙ্গে ওই দেশ গুলো ব্যবসায়িক যোগাযোগ রাখবে?
যদি না রাখে তাহলে ভাবুন আমাদের অর্থনীতির অবস্থা কি হবে? আমরা কেউই চাইনা এমন কোনো পরিস্থিতি আমাদের দেশে তৈরি হোক। তাই আমাদের একযোগে করোনা মোকাবেলার জন্য করোনা নিয়ন্ত্রণের জন্য যতগুলো ব্যবস্থা রয়েছে সবগুলোই প্রয়োগ করা উচিত।
আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হয়তো সমাজের উচ্চবিত্তরা।