“বিএনপি’র আমলেও ধান্দাবাজদের খপ্পরে পরেছিল কুমিল্লা। রাজা মানিক্যচন্দ্রের রানীর কুটির আর মফিজাবাদ কলোনীর জমি খাওয়া নিয়ে একটা সিন্ডিকেটের প্ল্যান আমরা কুমিল্লাবাসী নস্যাৎ করে দিয়েছি। বিএনপি সরকার আর বাড়বাড়ি করেনি এই দুই ইস্যুতে। কুমিল্লা নামটার সাথে রসিকতা আসলে যায়না। ত্রিপুরার অংশ নয়, রাজধানী ছিল কুমিল্লা। ত্রিপুরা সবসময় কুমিল্লা নিয়ন্ত্রিত ঐতিহাসিকভাবে। আড়াই হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের এই জনপদ। গত কয়েকবছর ধরে বিভাগ বিভাগ খেলায় কিছু রসিকতা ভাল লাগেনি সত্তর লক্ষ কুমিল্লাবাসীর। ময়নামতি আয়নামতির স্টোরি শেষে মেঘনা এলো আলোচনায়। কুমিল্লা আন্ডার এস্টিমেটেড কোন জেলা হওয়া উচিত নয়। ইতিহাস সংস্কৃতি জ্ঞান গরীমায় আর ঐতিহ্যের সংমিশ্রনে মহীয়ান এক পথিকৃত জেলা কুমিল্লা। সন্ধ্যায় নিউজে দেখলাম প্রধানমন্ত্রী কুমিল্লাকে নিয়ে যথেষ্ট ক্ষুদ্ধ, ঐতিহাসিক কারনে ব্যাপারটা অস্বাভাবিক নয় সেটাও মানি। সমস্যা হলো খন্দকার মোশতাক কিংবা কু নামক ঝামেলার চেয়ে আরো বেশী সমৃদ্ধ জনপদ কুমিল্লা। কু’তে এলার্জী থাকলে কুড়িগ্রাম কুষ্টিয়ার মত জেলার নামও বাদের খাতায় আসে। ম’তে মুশতাক আর মেঘনার আগে বঙ্গবন্ধু মুজিব অবশ্যই সর্বোচ্চ মান্যবর। এগুলো আসলে ক্ষোভজনিত তর্ক। আমার মনে হয় প্রধানমন্ত্রী কোন না কোন কারনে কুমিল্লার মানুষের দাঁত চেক করছেন। আমাদের শহরের এমপি আকম বাহাউদ্দীন বাহার ভাই টেলি কনফারেন্সে কুমিল্লাবাসীর পক্ষে চাকরী হারানোর ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসী কথা বলেছেন। বাহার ভাইয়ের মত সাহসী হতে হবে সব স্থানীয় নেতাদের। দলমতের বাইরে গিয়ে আগে কুমিল্লা নামের ইজ্জ্বত রক্ষা করতে হবে। কুমিল্লা স্বমহিমায় চলে, স্বল্পজ্ঞানী কিংবা জ্ঞানপাপী ইতর নামক সমালোচনা গ্রাহ্য করার ন্যূনতম সময় নাই। যেভাবেই হোক তিনি এই দেশের প্রধানমন্ত্রী, এটাই সত্য। আমরাও কুমিল্লার মানুষ এটাও সত্য। আশা করি কুমিল্লা নামেই বিভাগ হবে, কুমিল্লা নামের বিভাগ আজকে না হলে কালকে হবে। তবে মেঘনা নামক খয়রাতি উপাধি গ্রহনযোগ্য নয়। হঠাৎ করে অদ্ভূত আলোচনায় আমরা কুমিল্লাবাসী যথেষ্ট বিব্রত। বিসিএস বা কোন সরকারী পরীক্ষায় যেন প্রশ্ন না আসে- মেঘনা বিভাগ কোন জেলায় অবস্থিত !! সর্বনাশ হয়ে যাবে- পৃথিবীর ইতিহাসে প্রথম কোন বিভাগ জেলার নামে পরিচিত হবে। কুমিল্লা নামেই বিভাগ হতে হবে, বিভাগ না হলেও কুমিল্লার কিচ্ছু যায় আসেনা। কুমিল্লার নামের উপর আঁচড় হয়তো একটু লাগবে, শেষ পর্যন্ত কুমিল্লা কুমিল্লাই থাকবে স্বমহিমায়। এবার দেখতে চাই কুমিল্লা প্রশ্নে কুমিল্লাবাসীর ঐক্য কিংবা বিভক্তির আসল চেহারা… পৃথিবীর রাজধানী কুমিল্লা, বিভাগ টিভাগ পরে দেখা যাবে। ভালবাসা অবিরাম”