আজ ২৯ জুন ২০২০ সকালে, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান এবং তার মেয়ে আইরা রহমান খান মিলে একটা মোবাইল ভিডিও এর মাধ্যমে একটা গান আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে।
এতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান বলেন, তার মেয়ে (আইরা) বাবা (তাহসান) কে বলতেছে,,”বাবা চলো একটা গান লিখি, আমি এক লাইন লিখবো, তুমি এক লাইন, এভাবে”।
তাদের গাওয়া গানটিতে প্রথম চার লাইনে মেয়ে আইরা বৃষ্টিতে ভিজতে চাইছে এবং পরবর্তী দুই লাইনে বাবা তাহসান ভিজতে বারণ করতেছে।
বাবা তাহসান আর মেয়ে আইরা এর এ গানটিতে আরো আছে, অদৃশ্য পরজীবিটাকে কুপোকাত করতে পাররলে আমরা আবার ভিজবো, সেদিন আমরা আর জ্বর ঠান্ডা কে ভয় পাব না, আমরা আবার একদিন ভিজবো।
তাদের গাওয়া গান তাহসান শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহন করেছে।