খুব শিগগিরই ভক্তদের সুখবর দিতে চলেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। গেল কয়েকদিন ধরে বি টাউনের বাতাসে গুঞ্জন রটেছে মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে অন্তর্জালেও শুরু হয়েছে জোর জল্পনা। অবশেষে সকল জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।
প্রীতি মুম্বাই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয়, সংসার জীবন মিলে তিনি তৃপ্ত। তবে মা হওয়ার পরেই জীবন সম্পূর্ণ হবে। তিনি এবং জেন এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন বলেও জানান প্রীতি। বলিউড এবং অনুরাগীরা এই খবর প্রকাশ্যে আসার পরে দারুণ খুশি।
প্রসঙ্গত, ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিক জেনে গুডেনাফের সঙ্গে দ্বিতীয় বারের মতো বিয়ের পিড়িতে বসেন প্রীতি জিনতা। এরপর থেকেই অভিনয়কে সাময়িক বিদায় জানান তিনি। বর্তমানে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আছেন এই চিত্রতারকা।
প্রীতির কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। তাঁর প্রথম হিন্দি ছবি মণি রত্নমের ছবি ‘দিল সে’। তালিকায় আরো রয়েছে, ‘সোলজার’, ‘ক্যায়া কহেনা’, ‘কাল হো না হো’, ‘কোয়ি মিল গ্যয়া’, ‘বীর জারা’র মতো অনেক ব্লকবাস্টার ছবি।