1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
খোশবাস বার্তা

সংগীত শিল্পী শান এর অনলাইন কনসার্ট!

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুন, ২০২০
  • ১৫০২ বার পঠিত
শান

এবার বহুল আলোচিত ‘কন্যারে’ গানের শিল্পী শানের নতুন আয়োজন ‘অ্যান ইভিনিং উইথ শান সায়েক’, একটি অনলাইকনসার্ট। অনলাইনেই গান শোনাবেন স্রোতাদের।

মহামারি করোনা ভাইরাসের তান্ডবে সারা বিশ্ব থমকে গিয়েছে।  তবে এইসময় ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন সংগীত শিল্পী শান সায়েক। অনলাইনের মাধ্যমে স্রোতাদের গান শোনাবেন। তবে এবার ফ্রীতে নয়। গুনতে হবে নগদ মাত্র ২০০ টাকা। এই কনসার্টে স্রোতাদের আসনও সীমিত মাত্র ২০ টি। আর এই কনসার্টটি হবে জুম অ্যাপ এর মাধ্যমে।

শান তার ফেইসবুকে এমন আয়োজনের কথা সকলকে জানিয়ে বলেন, “পৃথিবীর এই কঠিন লগ্নে সামনে যতটুকুই দেখছি প্রায় অন্ধকার দেখছি। এসময় সরকার অথবা বিভিন্ন সংস্থ্যা অনেক রকম সহযোগিতার তালিকায় দিনমজুরেরা থাকলে আমাদেরতো কোন তালিকা নেই। মূলত এই দুঃসময়ে নিজেদের বাঁচাতেই এমন পরিকল্পনা।” খোশবাস বার্তা

তিনি আরো বলেন, প্রতি সপ্তাহে এভাবে একটি করে শো পরিচালনা করব। একেক শো’তে একেকজন গেষ্ট শিল্পীও রাখার চেষ্টা করব।

এ শো’তে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে শান বলেন, এই শো গুলো প্রচারিত হবে জুম অ্যাপের মাধ্যমে। আসন মাত্র ২০ টি। আগ্রহীদের ২০০ টাকায় টিকিট ক্রয় করতে হবে ফলে আমরা তাদের শো এর লিঙ্ক দিয়ে দিব। এতে তারা নিজ নিজ অবস্থান থকে যুক্ত হতে পারবেন। তবে এক্ষেত্রে এখানে শুধুমাত্র গানই শোনানো হবেনা, এখানে স্রোতারা তাদের প্রিয় শিল্পীদের সাথে লাইভ আলাপ ও করতে পারবেন।

প্রথম শো টি অনুষ্ঠিত হবে ৯ জুন, মঙ্গলবার রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত। যাতে অতিথী শিল্পী হিসিবে থাকছেন সারেগামাপা ২০১৮-১৯ সীজনের ‘শীষকন্যা’ খ্যাত অবন্তি সিঁথি।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417