ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ গোলাম মোস্তফা, বরুড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ জালাল উদ্দিন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন, বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী, মাওলানা মোঃ জসিম উদ্দিন, প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন।
সকাল ৮.০০ টার সময় বরুড়াস্থ কাঁঠালিয়ার দরবার শরীফের পীরসাহেব মাওলানা শামসুদ্দোহা বারী মোনাজাতের মাধ্যমে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ১৩০ জন ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করেন। প্রথম পুরস্কার ৭০০০/- (সাত হাজার) টাকা,দ্বিতীয় পুরস্কার ৫০০০/- (পাঁচ হাজার)টাকা,তৃতীয় পুরস্কার ৩০০০/- (তিন হাজার টাকা) সহ ১৮ জন কে নগদ টাকা, ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়।
বরুড়ার আল হুদা একাডেমি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকার লাভ করে।