পারিবারিক সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন দীর্ঘদিম ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। আজ ১১ জুন দুপুরের পর স্ট্রোক করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হসপিটালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন এর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শোকে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর অগণিত ভক্তবৃন্দ।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে মায়ের পাশে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে রেখে যান।