রোভারদের দীক্ষা প্রদান, বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোভার সদস্যদের দীক্ষা প্রদান করে ।
দীক্ষা প্রদান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান ২০২২। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর গার্লস ইন রোভার স্কাউট লিডার ও কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ ড.জান্নাতুল ফেরদৌস লতা গার্লস-ইন রোভার স্কাউটদের দীক্ষা প্রদান করেন ও রোভার স্কাউটদের দীক্ষা প্রদান করেন । বাংলাদেশ স্কাউট – রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার রাসেল সরকার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রপের সিনিয়র রোভার মেট রোভার আবদুর রহমান, গার্লস ইন সিনিয়র রোভার মেট রোভার সুবাহ ইয়াছমিন বন্যাসহ দীক্ষা প্রাপ্ত রোভার ও গালর্স- ইন রোভারবৃন্দ ।
ক্যাম্প চলাকালীন রোভারদেরকে স্কাউটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে সার্বিক বিষয়গুলো সম্পর্কে অবগত করা হয়।উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।