ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০ আসরের খেলা হবে আরব আমিরাতে। কোভিড-১৯ পরিস্থিতিতে এ আসরের প্রটোকল হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর বিমানবন্দরে সব দলকে করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। হোটেলে বাধ্যতামূলক অবস্থানের ছয় দিনের প্রথম, তৃতীয় ও ষষ্ঠ দিন আরও তিনটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষায় উতরালেই কেবল কোনো দল অনুশীলন শুরু করতে পারবে। সে পরিক্ষার চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। এ বিষয়ে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শুক্রবার জানিয়েছে, আক্রান্তদের মধ্যে একজন ভারতীয় খেলোয়াড়, বাকিরা সাপোর্ট স্টাফ সদস্য ও নেট বোলার। এ কারণে চেন্নাই সুপার কিংসের অনুশীলন পিছিয়েছে ১ সেপ্টেম্বর পর্যন্ত।