মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে অন্য সব কিছুর মতো ক্রিকেটে অনেক ক্ষয়ক্ষতি গুনতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে কম বেশি অনেক অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের খেলোয়াড়রা একক অনুশীলন শুরু করে দিয়েছে। বিসিবি এটাও নিশ্চিত করেছেন, সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ অক্টোবর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে বলা হয়েছিল তিনটা টেস্টের সাথে তিনটা টি-টুয়ান্টি ম্যাচও খেলার কথা ছিল। পরে টি-টুয়ান্টি ম্যাচ বাতিল করা হয়েছে। তবুও এখনো তিনটি টেস্টের চুড়ান্ত সূচি প্রকাশ করে নাই। জেনে নেওয়া যাক তিন ম্যাচ এর টেস্ট সিরিজের সূচিঃ
১.. : ২৪-২৮ অক্টোবর, ভেন্যু কলম্বো।
২.. : ১-৫ নভেম্বর, ভেন্যু কলম্বো।
৩.. : ১০-১৪ নভেম্বর, ভেন্যু কলম্বো।