এরইমধ্যে স্থগিত হয়ে গিয়েছে এবারের এশিয়া কাপ। স্থগিত হয়ে গেছে টাইগারদের বেশ কয়েকটি সফর। এবছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হয়ে গেছে ।
এবার জানা গেল, করোনার কারণেই এবার পিছিয়ে গেল ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপও।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ভারতে ২০২৩ সালে হতে যাওয়া ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপের জন্য নির্ধারিত সময়সূচি পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী বিশ্বকাপটি ওই বছর অক্টোবর-নভেম্বর উইন্ডোতে হবে। ফাইনাল হবে ২৬ নভেম্বরে।
হঠাৎ এই সময়সূচি পেছানোর কারণ হিসাবে আইসিসি জানিয়েছে, করোনাভাইরাসজনিত কারণে বন্ধ হয়ে থাকা ২০২৩ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো শেষ করতে নির্ধারিত সময় পেরিয়ে যাবে। তাই সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
তথ্যসূত্র: আইসিসি