1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
খোশবাস বার্তা

আগামী মাসে শুরু হচ্ছে সিপিএল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ১৪৩৩ বার পঠিত
(ছবি: সংগৃহীত)

করোনা মহামারির মধ্যেই আগামী মাসে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)। সুরক্ষিত পরিবেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসরটি ১৮ই আগস্ট শুরু হয়ে চলবে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত। সকল স্বাস্থ্য নির্দেশনা মেনেই অনুষ্ঠিত হবে এবারের সিপিএল। তাই খেলোয়াড়, স্টাফ, অফিসিয়াল ও এর সাথে সংশ্লিষ্ট সকলের চারবার করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর উদ্দেশে বিমানে চড়ার আগেই ছয় ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট আয়োজক এবং সম্পৃক্ত সবাইকে দুই সপ্তাহের জন্য সেলফ-আইসোলেশনে থাকতে হবে।ত্রিনিদাদে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট সবাইকে করোনা পরীক্ষা করতে হবে। সেখানে পৌঁছার পর আইসোলেশনে থাকতে হবে আরও দুই সপ্তাহ। পৌঁছানোর পর সবার কভিড-১৯ পরীক্ষা করা হবে। এক সপ্তাহ ও দুই সপ্তাহ পর পরীক্ষা হবে আরও দুবার।

ছয় দলের সবাই থাকবেন একটি হোটেলে। ধারনা করা হচ্ছে সর্বমোট ২৫০জন খেলোয়াড় ও স্টাফ হতে পারে। টিম হোটেলে খেলোয়াড় কিংবা টিম ম্যানেজমেন্টের কোনো অতিথি আসতে পারবে না। জীবাণুমুক্ত পরিবেশ হলেও প্রতি দলের ক্রিকেটারদের ছোট ছোট গ্রুপে ভাগ করা হবে।

সিপিএল পুরোটাই হবে দর্শকবিহীন স্টেডিয়ামে। শুধুমাত্র ত্রিনিদাদ ও টোবাগোতে আয়োজিত হবে এবারের সিপিএল। ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি এবং কুইন্স পার্ক ওভাল স্টেডিয়ামে হবে সেমিফাইনাল ও ফাইনাল সহ মোট ৩৩টি ম্যাচ।

টুর্নামেন্ট শুরুর আগে কিংবা চলাকালীন যদি কোনো গ্রুপের একজন পজিটিভ হন, পুরো গ্রুপকেই থাকবে হবে সেলফ-আইসোলেশনে।

নিলামে নাম থাকলেও সিপিএলের আগামী আসরে থাকছে না কোন বাংলাদেশি ক্রিকেটার।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৫
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417