ইংল্যান্ড ফুটবল দলের কিংবদন্তি বিশ্বকাপজয়ী ফুটবলার এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক কোচ জ্যাক চার্লটন ৮৫ বছর বয়সে লিম্ফোমায় আক্রান্ত হয়ে মারা যায়। তিনি গত বছর এ রোগে আক্রান্ত হয়েছিলেন।
জ্যাক চার্লটন ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। সে দলে অন্যতম আরেকটা আকর্ষণীয় দিক ছিল যে সে বিশ্বকাপজয়ী এক দলে জ্যাক চার্লটন এর সাথে ফুটবল খেলেন তারই ছোট ভাই ববি চার্লটনের সঙ্গে।
সে বিশ্বকাপ আসরের ফাইনালে, ওয়েম্বলিতে পশ্চিম জার্মানিকে হারিয়ে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড ফুটবল দল।