গত ২০ এপ্রিল বাফুফের নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায়। আগামী নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত বাফুফের বর্তমান কমিটিকেই দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ফিফা। যে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে শেষ ৩০ এপ্রিল।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন,’ ফিফার কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি মঙ্গলবার। ফিফা বলেছে, ‘বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন আয়োজন করা উচিত হবে না। এছাড়া এজিএম ও নির্বাচনের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা হলে তাদের যেন জানানো হয়।’
নির্বাচন স্থগিত করা হলেও ভোটার তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছিল বাফুফে। মহামারির মাঝেই গেল ৭ জুন তা সম্পন্ন করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে এই কাউন্সিলর বা ভোটারদের নিয়ে কিছু অভিযোগ তোলা হয়েছে বাফুফের বিরুদ্ধে, যা গড়িয়েছে আদালত ও ফিফা পর্যন্ত।
কদিন আগে বাফুফের দুই সহ-সভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহি করোনার মাঝে বাফুফের নির্বাচন যেন আয়োজন না করা হয় সেজন্য ফিফার কাছে চিঠি দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই চিঠির প্রেক্ষিতে নতুন নির্দেশনা পাঠিয়েছে ফিফা।