করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন সাকিব। মুশফিকুর রহিমের পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিজের প্রিয় ব্যাট নিলামে তোলেন তিনি। নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে সাকিব আল হাসানের প্রিয় ব্যাট।
বুধবার (২২ এপ্রিল) রাত ১০টায় নিলাম শুরু হয়। নিলাম চলে রাত সোয়া ১১টা পর্যন্ত।
ব্যাটের ভিত্তি মূল্য রাখা হয়েছিল ৫ লাখ টাকা। উত্তেজনাময় দর কষাকষি শেষে শেষপর্যন্ত ২০ লাখ টাকায় ব্যাটটি বিক্রি হয়। এই অর্থের পুরোটাই যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। ২৪ ঘণ্টার মধ্যে বিজয়ীকে অর্থ পরিশোধ করতে হবে। আর্থিক লেনদেন সম্পন্ন হবার পরেই অফিশিয়ালি সেই আইটেমের বিজয়ীর নাম ঘোষণা করার কথা ফেসবুকে সাকিবের পেজে জানানো হয়। বিজয়ী হলেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি রাজ।
ফেসবুক পেইজে সাকিব লেখেন, “রাজভাই ব্যাটটি পাওয়ার জন্য যোগ্য। তিনি এই নিলামের একদম শুরু থেকেই ছিলেন। ব্যাটটি তিনি তার বাচ্চাদের দিতে চান। আমি বিশ্বাস করি, সর্বশক্তিমান মহান লক্ষ্যপূরণে তাকে বেছে নিয়েছেন। রাজভাইসহ নিলামে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানাই।”
এর আগে মহামারি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।
মুশফিকুর রহিমের পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিজের প্রিয় ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নেন তিনি।
এর আগে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করতে “সাকিব আল হাসান ফাউন্ডেশন” নামে একটি দাতব্য সংস্থা গঠন করেন তিনি।
গত ২৫ মার্চ থেকে সারাদেশে লকডাউন চলছে। লকডাউনের কারণে অনেকের আয়, রুজি থেমে গেছে। অনেকে তাদের চাকরি ও ব্যবসা হারিয়েছেন।
ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব আট ম্যাচে দু’টি শতক ও পাঁচটি অর্ধশতক নিয়ে ৬০৬ রান সংগ্রহ করেন। আসরে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে তিনি রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের পরেই ছিলেন। ছয় শতাধিক রান সংগ্রহের পাশাপাশি সাকিব ১১ উইকেটও শিকার করেন।