আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত এই মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ১৩ হাজার। এছাড়া এখন পর্যন্ত সুস্থও হয়েছেন ৮৯ লাখ ৬ হাজার ৬৯০ জন।
করোনায় মৃত্যুর তথ্য বলছে, বিশ্বে ১১ জানুয়ারি প্রথম মৃত্যুর পর ২ এপ্রিল তা ৫০ হাজার ছাড়িয় যায়। এরপর ১০ এপ্রিল এটি এক লাখ, ১৭ এপ্রিল দেড় লাখ, ২৬ এপ্রিল দুই লাখ, ৫ মে আড়াই লাখ, ১৫ মে ৩ লাখ, ৭ জুন ৪ লাখ ও ২৮ জুন পাঁচ লাখ ছাড়িয়ে যায়। সর্বশেষ ১৮ জুলাই এসে ছয় লাখ ছাড়াল।
আপনার সুরক্ষা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
আপনার সুরক্ষা আপনার হাতে
ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।