গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১ লাখ ১৯ হাজার ৪১২ জন।
এই সময়ে দেশে একদিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৪৫ জন।
এছাড়া এই সময়ে আরও ৮৮০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ৪৭ হাজার ৬৩৫ জন।
মঙ্গলবার দুপুর আড়াই টার সময় দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
আপনার সুস্থতা আপনার হাতে তাই ঘরে থাকুন,সুস্থ থাকেন।।।