উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-হিসাব পরিচালক (অবসর প্রাপ্ত কর্মকর্তা) হাজী মো. হারুনূর রশীদ সরকার গত ২১ রমজান হতে জ্বর কাশিতে ভুগছিলেন তার নিজ বাড়িতে (গোপালনগর গ্রামে)। তার এই অসুস্থতা দেখে তার ছেলে তাঁকে নিয়ে গিয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করান। গত ৪ জুন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হাজী মো. হারুনূর রশীদ সরকারকে করোনা পজেটিভ হিসেবে ঘোষণা করেন। ৬ জুন, ২০২০ তারিখে তাঁর স্ত্রী ও ছেলেদের করোনা টেস্ট করানো হয় তাদের রিপোর্ট আসে নেগেটিভ। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।