গতকাল ১৬ জুন মঙ্গলবার কুমিল্লা জেলাধীন বরুড়া পৌরসভার জিনসার গ্রামের মরিয়ম বেগমের করোনা রিপোর্টে পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক যেই নির্দেশনা মরিয়ম বেগম ক দেওয়া হয় সেই নির্দেশনা অনুযায়ী তিনি আপন ঘরে ফিরেন। থাকা শুরু করেছেন একাকিত্বের দীর্ঘ রজনী।ভাগ্যের নির্মম পরিহাস গতকাল রাত থেকে মরিয়ম বেগমের পরিবারে নেমে আসে অনাকাঙ্ক্ষিত বিপর্যয়! মরিয়ম বেগম এর পরিবার রাতে ঘুমাতে পারেননি।মরিয়মের বাবা নেই বেঁচে। দুঃখ কষ্টের পরিবারের এমনিতেই দুঃখের কমতি নেই। গতকাল ১৬ জুন রাতে জিনসার গ্রামের কারা যেন মরিয়মের টিনের চালের ঘরে রাতে অনেক ডিল মারে । মরিয়ম বেগমের বাড়িকে বাঁশ দিয়ে ভেড়া দিয়ে দেয় তার বাড়ির লোকেরা। মরিয়ম বেগম কে তুচ্ছতাচ্ছিল্য সহকারে গালিগালাজ করে বলে, ভাইরাস ওয়ালার বাড়ি!
এমনিতেই মরিয়মের পরিবার বিষাদগ্রস্ত তার উপরে এলাকার মানুষের এমন ভয়ংকর আচরণে মনে হয় মরিয়ম বেগমের করোনা যেন আজন্ম পাপ।
বিষয়টি কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বরুড়া উপজেলার সাংবাদিক বৃন্দ। প্রশাসন দ্রুত কি প্রদক্ষেপ নিবেন সেই দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ!