কুমিল্লায় আজ (২৮ মে) অন্তত ৭০ জনের করোনা পজেটিভ এসেছে।
এর মধ্যে বুড়িচংয়ে আজ করোনা আক্রান্ত ২০ জনের মতো। কুমিল্লা সদরে ৬ জনের নমুন করোনা সংক্রমণ হয়েছে। এর মধ্যে দুর্গাপুরের কৃষ্ণনগরের ২ জন, দৌলতপুরে আরো ২ জন, কামার কৃষ্ণপুরের ১ জন এবং সদর উপজেলা পরিষদের সিএ রয়েছেন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়ির স্টাফ নার্স করোনা আক্রান্ত হযেছেন। হাসপাতালে এক রোগী ছিলেন লালমাইয়ে বাড়ি তিনি করোনায় আক্রান্ত। হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অপর দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবের এক টেকনোলজিষ্ট করোনায় আক্রান্ত হয়েছেন। পিসিআর ল্যাবে কাজ করার সময় তিনি আক্রান্ত হন। পিসিআর ল্যাবের ঐ টেকনোলজিষ্টের শিফটের ৯ জনের করোনা টেস্ট করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ।